Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ/জিজ্ঞাসার জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

ঘর থেকে বের হওয়ার সময় বৈদ্যুতিক সুইচ বন্ধ রাখি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করি। ঘরে বসেই বিদ্যুৎ বিল বিকাশ/রকেট/টেলিটকে পরিশোধ করি। বিদ্যুৎ সাশ্রয়ী বাতি/লাইট/ফ্যান ব্যবহার করি। বিদ্যুৎ জাতীয় সম্পদ, আসুন বিদ্যুৎ অপচয় রোধ করি।

Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


Title
Day-care center
Details

প্রকাশন তারিখ: 2022-12-04

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এর সদর দপ্তরের এক্সিকিউটিভ ভবনের ২য় তলায় নির্মিত দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত উন্নতমানের ডে-কেয়ার সেন্টার (শিশু দিবাযত্ন কেন্দ্র)টি মহান বিজয়ের মাসে প্রথম দিনে শুভ সকালে উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

নির্মিত এই ডে-কেয়ার সেন্টারটিতে ২০ (বিশ) জন শিশু এক সাথে থাকার সুবিধা রয়েছে। শিশুদের সুবিধার জন্য সাউন্ডলেস স্লিপিং (ঘুম) এরিয়া, প্লে-জোন, ব্রেস্ট ফিডিং কর্নার, ফুড জোন, রিডিং জোন, টেলিভিশন, ওভেন, ফ্রিজ, শিশুদের ব্যবহার উপযোগী ওয়াশরুম, গীজার, ওয়াটার পিউরিফায়ার, রাইডস, খেলনা ইত্যাদি রয়েছে। শিশুদের সার্বিক তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংখ্যক কর্মী ও প্রাক-প্রাথমিক শিক্ষক ইত্যাদির সংস্থান রয়েছে। ডে-কেয়ার সেন্টারে স্থাপিত আইপি ক্যামেরা সহায়তায় সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীবৃন্দ স্মার্ট ফোনের মাধ্যমে তাঁদের শিশুদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বাপবিবো’র এই উন্নতমানের ডে-কেয়ার সেন্টারটি উদ্বোধনকালে বিদ্যুৎ বিভাগের অধীনস্থ অন্যান্য সংস্থায়ও এই মানের ডে-কেয়ার সেন্টার স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয় মতামত প্রকাশ করেন।

সদর দপ্তরে কর্মকর্ত নারী কর্মকর্তা/কর্মচারীগণ তাঁদের সন্তানদের এখানে নিরাপদ আশ্রয়ে রেখে নিশ্চিত মনে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও আন্তরিকতা ও দক্ষতার প্রকাশ ঘটাতে সক্ষম হবেন।

2022-12-04-04-34-2a4d6d8944f73dc688fcb7f065be777f

বাপবিবো’র ডে-কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বিদ্যুৎ বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ হাবিবুর রহমান ও বাপবিবো’র মাননীয় চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

2022-12-04-04-35-62b7db0287aeaa0a0ad094b310dfcbc9

বাপবিবো’র ডে-কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তা/কর্মচারীগণের সন্তানদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছেন বিদ্যুৎ বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ হাবিবুর রহমান ও বাপবিবো’র মাননীয় চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


Images
Attachments
Publish Date
04/12/2022
Archieve Date
31/12/2023