Title
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩ লক্ষ ৩৩ হাজার সম্মানিত গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক সম্পূর্ণ নতুন উদ্ভাবনী উদ্যোগ 'দুর্যোগে আলোর গেরিলা এর ৩৫টি গেরিলা টিম এর মাধ্যমে সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিবো সচল' মূলমন্ত্র ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং সম্পূর্ণ গ্রাহক সেবার স্বার্থে ইতিমধ্যে শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য কাজ শুরু করা হয়েছে। করোনাভাইরাস এর সংক্রমণ, গ্রীষ্মের তাপদাহ, পবিত্র মাহে রমজান এবং কালবৈশাখীসহ ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ বিভ্রাট দ্রুত নিরসনের জন্য এই দুর্যোগে আলোর গেরিলা সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছে এবং থাকবে। চট্টগ্রাম পবিস-২ এর সদর দপ্তর, জোনাল অফিস, এরিয়া অফিস এবং অভিযোগ কেন্দ্র সমূহে মোট একটি জিপ গাড়ি এবং ৬ টি পিকআপ গাড়িতে "ব্যানার", এবং ৬৫ টি মোটর সাইকেলে "ফেস্টুন" তৈরি করে স্থাপন করা হয়েছে। যেকোনো পরিস্থিতিতেই প্রতিটি গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখা আমাদের মূল লক্ষ্য।